অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা। নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল। গতকাল সে ফিরেছে...বাবা–মায়ের বুকে–পিঠে আগলে রাখা সন্তানকে তার ভবিষ্যতের মঙ্গলের জন্য ছেড়ে দেওয়াটা চিরন্তন…সেটা কখনো ঘরের বাইরে, কখনো দেশের বাইরে!’ পিতার আবেগ ফুটে উঠেছে অভিনেতার কথায়। চঞ্চল আরও লিখেছেন, ‘বুকে কষ্টের পাথর চেপে বাবা-মা সব সময়ই অপেক্ষা করে তার সন্তান কবে তাদের বুকে ফিরে আসবে। যেমন এখনো আমার...