শারজায় আফগানিস্তানকে হোয়াইটওয়াশের পর সিরিজের ট্রফি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে ভালো পারফরম্যান্স করে শক্তিশালী দলগুলোকে হারিয়ে নিজেদের প্রমাণও করেছে বাংলাদেশ। সেই বিবেচনায় টেস্ট ও টি২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে দেখা যায়নি লাল সবুজের প্রতিনিধিদের। তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। টি২০ ক্রিকেটে সর্বশেষ চারটি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে লিটন-তাসকিন-মুস্তাফিজরা। যে টি২০তে এতদিন ভয় পেত বাংলাদেশ, সেই সংস্করণেই দাপট দেখাচ্ছে দলটি। রবিবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচ জয়ের পর অধিনায়ক জাকের আলী অনিক জানিয়েছেন, বাংলাদেশ এখন পাখির চোখ করছে টি২০ বিশ্বকাপকে।ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সেবার কোনোমতে দুই ম্যাচ জিতে কেটেছিল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। কিন্তু এ বছরের ফেব্রুয়ারি-মার্চে...