বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। গত বছর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। পরে ক্রীড়া মন্ত্রণালয় কাজে অসন্তুষ্ট হয়ে তাকে সরিয়ে দিয়ে একই প্রক্রিয়ায় দায়িত্ব পান বুলবুল। এ নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে অনেকটা চমকে দিয়ে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিয়ে এবার সহসভাপতি হয়ে প্রত্যাবর্তন করলেন ফারুক। নির্বাচনের ক্ষেত্রে উৎসবমুখর আর অংশগ্রহণমূলক এক বিষয় নয়। সোমবার ঢাকার স্থানীয় এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বিসিবির বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে অন্তত ১৬ জন প্রার্থী নিয়ে সরে গেছেন তামিম ইকবাল। শেষ মুহূর্তে তার সঙ্গী হয়েছেন আরও হেভিওয়েট কয়েজন। ঘরোয়া ক্রিকেট লিগ...