হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষার্থীরা হলো- নবম শ্রেণির আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া। প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, সম্প্রতি টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। পরে গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের...