গাজার উদ্দেশে ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলি সেনাদের হাতে ভয়ংকর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন মুক্তি পাওয়া মানবাধিকারকর্মীরা। তাঁরা জানিয়েছেন, আটক অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা, মারধর, খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত করার মতো অমানবিক আচরণের মুখে পড়তে হয়েছে তাঁদের। কেউ কেউ তিন দিন না খেয়ে কেবল শৌচাগারের পানি খেয়ে বেঁচে ছিলেন। ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে গাজামুখী ফ্লোটিলার নৌবহরের ওপর অভিযান চালিয়ে প্রায় ৪৫০ জনকে আটক করে। অবরুদ্ধ গাজায় প্রতীকী ত্রাণ পৌঁছে দিতে চাওয়া এই অভিযাত্রীরা গাজার ওপর আরোপিত নৌ–অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে অনেককে ছেড়ে দেওয়া হলেও এখনো কয়েকজন ইসরায়েলের হেফাজতে আছেন। ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানায়, রবিবার রোমে ফিরে ফ্লোটিলা সদস্য চেজারে তোফানি বলেন, ‘আমাদের সঙ্গে ভয়ংকর...