১৯৪৩ সালে জাপান ব্রিটিশ যুদ্ধের সময় ব্রিটিশ শাসক গোষ্ঠী জাপানকে কাবু করতে তিনটি বিমান বন্দর প্রতিষ্ঠা করেন। এর মধ্যে একটি তৎকালীন নোয়াখালী জেলার ফেনীতে। আর দুটি সেই সময়কার বৃহত্তর চট্টগ্রাম জেলার চকরিয়াতে একটি এবং হাটহাজারী উপজেলায় একটি। তৎকালীন হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদ বর্তমানে হাটহাজারী পৌরসভার আলমপুর গ্রামে ৩৭ একর জায়গা অধিগ্রহণ করে বিমান বন্দরটি প্রতিষ্ঠা করা হয়। বিমান বন্দরের জন্য প্রশাসনিক ভবন, সিগন্যাল ওয়ার ও বিমান ওঠা নামার জন্য রানওয়ে সড়ক ও নির্মাণ করা হয়েছিল। ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত যুদ্ধ চলাকালীন বিমান বন্দরটির কার্যক্রম সচল ছিল। যুদ্ধ পরবর্তী সময়ে এখানে বিমান বন্দরের স্থাপত্য শৈলী দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকে এখানে এসে ভিড় করত। সে সময় এ এলাকায় তেমন জনবসতি ছিল না। হাটহাজারী সদর এলাকা থেকে হাসপাতাল সড়ক ও...