মদ বিক্রি করে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ১৯০ কোটি টাকা লাভ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এ সময়ে বিক্রি কিছুটা কমলেও প্রায় নয় দশকের ইতিহাসে এটি সর্বোচ্চ লাভ। সংশ্লিষ্টদের মতে, বিদেশি মদ আমদানিতে কঠোর বিধিনিষেধ ও চড়া মুনাফার সুবাদে রাষ্ট্রীয় মালিকানাধীন এই ডিস্টিলারিটি দারুণ সাফল্য পেয়েছে, যা কোম্পানিটির মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।জানা যায়, কোম্পানির চিনি ইউনিট বরাবরই লোকসানি। এবার লোকসানি চিনি ইউনিটের ৬২ কোটি টাকা লোকসান সমন্বয় করার পরও কেরুর সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি। শুধু ডিস্টিলারি ইউনিট থেকেই মুনাফা গত অর্থবছরের চেয়ে প্রায় ৩২ শতাংশ বেড়েছে। ফলাফল দাঁড়ায়, মদের ব্যবসাই এখন কোম্পানিটির মূল আর্থিক চালিকাশক্তি।কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়,...