মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম, আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভায় সৌহার্দ্যের উদাহরণ হিসেবে আমিনুল জানান, সহসভাপতির পদে ফারুকের নাম তিনি নিজেই প্রস্তাব করেছিলেন, আর ফারুক প্রস্তাব করেছিলেন তার নাম সভাপতির পদে।তবে নির্বাচনের পুরো প্রক্রিয়া ঘিরে কিছু বিতর্কও ছিল। মনোনয়নপত্র প্রত্যাহার, প্রার্থিতা প্রত্যাহার এবং নির্বাচন বর্জনের ঘটনাগুলোকে পেছনে ফেলে বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। যারা এখন বোর্ডে আছেন বা বাইরে আছেন—সবাইকে আহ্বান জানাব, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে একসাথে কাজ করতে।’ঢাকার কয়েকটি ক্লাব পূর্বে ঘোষণা দিয়েছিল, নির্বাচন পিছিয়ে না দিলে তারা আসন্ন মৌসুমে সব ধরনের ক্রিকেট বর্জন করবে। সেই প্রসঙ্গেও আমিনুল বলেন, ‘ক্রিকেটটা যেন...