বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সবকিছুই এতো চটজলদি হয়েছিল আমিনুলের ঘোর কাটতে সময় লেগেছিল বেশ। তাকে বলা হয়েছিল, নির্বাচন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব চালাতে হবে৷ চার মাস পর নির্বাচন হলো ঠিকই, নতুন এই বোর্ডের সভাপতি পুরনো মুখ আমিনুল। এবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। পাশে পেয়েছেন ফারুক আহমেদকে। তাকে সহ-সভাপতি বানিয়ে আমিনুল ২৫ পরিচালক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ সাজিয়েছেন চার বছরের জন্য।আরো পড়ুন:ব্রিটসের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে দ. আফ্রিকার জয়লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি লো স্কোরিং ম্যাচে রংপুরের জয়, বরিশাল-রাজশাহীর পয়েন্ট ভাগাভাগি ফারুকের জায়গায় হুট করে আসা, এখন আবার ফারুককে নিয়েই বোর্ড গঠন...পুরো বিষয়টি মিশ্র পরিস্থিতি তৈরি করছে নিশ্চিত ভাবেই৷ কিন্তু ২২ গজের পুরনো...