ভোটের চার মাস আগে মাঠ প্রশাসনের ব্যস্ততার মধ্যে জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি ফাঁকা রয়েছে দুই সপ্তাহের বেশি সময় ধরে। গুরুত্বপূর্ণ এ পদে নতুন কাউকে দায়িত্ব দিতে ‘সময় নিচ্ছে’ অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে ‘রাজনৈতিক তদবির ও পরামর্শের চাপে’র কথাও বলেছেন বর্তমান ও সদ্য সাবেক কয়েকজন কর্মকর্তা। এদিকে জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলির তদারকিতে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটি সোমবার বিকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেছে। তবে ওই বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে জনপ্রশাসন সচিব নিয়োগের ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জামায়াতের একাধিক প্রার্থী বা অপশন রয়েছে।” নতুন জনপ্রশাসন সচিবের হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো....