একক ভিসায় ইউরোপের শেনজেন অঞ্চলভুক্ত ২৯ টি দেশে ভ্রমণ ব্যবস্থার আদলে এবার উপসাগরীয় সহযোগিতা পরিষদও (জিসিসি) একক পর্যটন ভিসা চালু করতে চলেছে। জিসিসিভুক্ত ছয়টি সদস্য দেশ চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) এই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে চলেছে। সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ বিন তোউক আল মারি এ খবর জানিয়েছেন। নতুন এই ভিসাকে বলা হচ্ছে, ‘জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা’ কিংবা ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এ ভিসা নিয়ে পর্যটকরা অবাধে জিসিসি-র ৬ টি দেশ- সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইনে ভ্রমণ করতে পারবেন। আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী তোউক আল মারি বলেছেন, আঞ্চলিক অখণ্ডতা আরও গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে একক পর্যটন...