বিগত২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে পৌরশহরের উপজেলা পরিষদ রোডে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক এক সময় দেশের ব্যাংকিং খাতে বিশ্বাস ও আস্থার প্রতীক ছিল। কিন্তু বিগত কয়েক বছরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও এস আলম গ্রুপের অবৈধ নিয়োগের কারণে ব্যাংকটি গভীর সংকটে পড়েছে। অদক্ষ ও পক্ষপাতদুষ্ট নিয়োগের ফলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে অবৈধ ও বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ বাতিল করে সারাদেশে সমান সুযোগের...