“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে জেলা মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠােনর নেতৃবৃন্দসহ শিশুদরর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ‘পরিবর্তনে আমরাই’ শিশু-কিশোর সংগঠনের সভাপতি জারিন তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী দিনে শিশুরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মানসিক বিকাশ ও সুস্থ ধারার পরিবেশ...