০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ওমরাযাত্রায় স্বচ্ছতা ও নিরাপদ করতে সউদী সরকার কঠোর শর্তাবলি জারি করছে। এতে ওমরাহ ভিসা এক সপ্তাহ বন্ধ থাকায় ওমরাযাত্রীরা চরম বিপাকের সম্মুখীন হচ্ছেন। এখন থেকে কোনো ওমরাযাত্রী ওমরাহ এজেন্সি ব্যতীত সউদী যেতে পারবেন না। ফলে ওমরাহ এজেন্সিগুলোর কদর বাড়ছে। এতো দিন যে কেউ অনলাইনে ওমরাহ ভিসা করে সউদী চলে যেতে পারতেন। এখন আর তা সম্ভব নয়। ওমরাহ ভিসা সাময়িক বন্ধ থাকায় অনেক যাত্রীর বিভিন্ন এয়ারলাইন্সের ক্রয়কৃত টিকিট বাতিল করতে হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ওমরাহ ভিসা সাময়িক বন্ধ থাকায় আবাবিল হজ গ্রুপের কয়েক হাজার ওমরাহ টিকিট বাতিল করতে হয়েছে। আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইনকিলাবকে জানান, সউদী সরকার ওমরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা...