০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বৈশ্বিক প্রযুক্তি বাজারে আধিপত্য ধরে রেখেছে। তবে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন সেই আধিপত্য ভাঙতে উঠেপড়ে লেগেছে। বেইজিং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস এবং বিশেষ করে এসব প্রযুক্তির প্রাণশক্তি- উচ্চক্ষমতাসম্পন্ন চিপ উৎপাদনে বিপুল অর্থ বিনিয়োগ করছে। গত মাসে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং সতর্ক করে বলেন, “চীন এখন যুক্তরাষ্ট্রের চিপ উন্নয়ন থেকে মাত্র ‘ন্যানোসেকেন্ড’ পিছিয়ে।” ২০২৪ সালে তুলনামূলক অপরিচিত চীনা স্টার্টআপ ডিপসিক যখন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি-র প্রতিদ্বন্দ্বী প্রকাশ করে, তখন গোটা টেক দুনিয়ায় আলোড়ন পড়ে। অল্প খরচে এবং কম সংখ্যক উচ্চক্ষমতাসম্পন্ন চিপ ব্যবহার করেই তারা এই এআই মডেল তৈরি করে। এর ঘোষণার পর এনভিডিয়ার বাজারমূল্য সাময়িকভাবে কমেও যায়। এরপর থেকেই চীনের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্পষ্ট করে জানিয়েছে-...