০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম টানা চার ম্যাচ জেতার পর মৌসুমে প্রথম হারের মুখ দেখলো বার্সেলোনা। ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগটাও হাতছাড়া করলো হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে উজ্জীবিত পারফরমেন্সে শিরোপাধারীদের উড়িয়ে দিল সেভিয়া। রোববার ঘরের মাঠে লা লিগায় বার্সেলোনাকে ৪-১ গোলে বিধস্ত করেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুটি হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। ইনজুরি আক্রান্ত লামিনে ইয়ামাল ও রাফিনহাসহ আরও কয়েকজনকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা। শুরু থেকেই বল দখলে পিছিয়ে থাকা সেভিয়া ১৩ মিনিটেই এগিয়ে যায়। রোমেরোকে বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্দ আরাউজো বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টির...