সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর রিপ্লাই কমেন্ট করা ভাইরাল ডিজাইনার ও ‘গ্রাফিতি’র মালিক শামীম আশরাফকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। এর আগে তার স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয় অনেকেই। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন- ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’ এর দুই ঘণ্টা পর এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে লিখেন- ‘আপনি ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়ে ...।’ তার এই রিপ্লাই কমেন্ট ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাসের প্রতি চরম অবমাননাকর হিসেবে শহরজুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের সহসাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত...