০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মানব পাচার একটি সামাজিক ব্যাধি। কোন ব্যক্তিকে তার দেশের অভ্যন্তরে বা বাইরে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা, আশ্রয় দেওয়া, অন্য কোনোভাবে সহায়তা করা হলে মানব পাচার হিসেবে গণ্য হয়। আমাদের দেশে পশ্চাৎপদ এলাকার কিছু মানুষের ধারণা, কোনো রকমে একবার বিদেশে পাড়ি জমাতে পারলেই ভাগ্য বদলে যাবে। এ ধরনের অজ্ঞ মানুষই বিশেষভাবে প্রতারণার শিকার হয়। প্রতিবেশীদের প্রতারিত হওয়ার পরও অনেকে একই দালাল চক্রকে বিশ্বাস করে নিজের বাড়িঘর বিক্রি করে লাখ লাখ টাকা তুলে দেয় তাদের হাতে। ফলে স্বভাবতই এরা সর্বস্ব হারিয়ে পথে বসে। সাগরপথে বিদেশে যাওয়ার ঝুঁকির বিষয়টি কেউ খানিকটা জানে, আবার কেউ জানেনই না। ঝুঁকি নিয়ে জেনেশুনে এভাবে সাগরপথে বা অনিশ্চিত পথে পা বাড়ানোর অন্যতম কারণ বিদেশে...