প্রায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরের শারম আল-শেখে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা) এ আলোচনা শুরু হয়। ইতোমধ্যে উভয় পক্ষের প্রতিনিধিদল শারম আল-শেখে পৌঁছেছে। মিশর ও কাতারের মধ্যস্থতায় এই পরোক্ষ বৈঠকে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা। আলোচনার লক্ষ্য হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে অগ্রগতি আনা।আরও পড়ুনআরও পড়ুনগাজায় যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইউরোপ এই পরিকল্পনার প্রথম ধাপে বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সকল ইসরাইলি বন্দিকে মুক্তির বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া সম্ভব হয়। হামাস গত সপ্তাহে জানায়, তারা প্রস্তাবের কিছু অংশে সম্মতি জানিয়েছে। তবে...