উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় জালিয়াতি করতে যাওয়া ৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে পরীক্ষায় ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন ২ জন, অন্য এক পরীক্ষার্থী প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। সবাইকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রক্সি পরীক্ষার্থীদের নিয়ে বলা হয়েছে, ‘আজ (৬ অক্টোবর ২০২৫) উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় দুজন প্রক্সি (চাকরিপ্রার্থীর পরীক্ষা দেন আরেকজন) পরীক্ষার্থীকে আটক করা হয়।’ ‘ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী রাশেদ আলম রায়হান, যার রেজিস্ট্রেশন নম্বর-০০২১৮৮, এর বদলি পরীক্ষা দিতে এসেছেন সিদ্ধান্ত সরকার, জেলা বগুড়া। শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে প্রকৃত...