জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আপনারা (নির্বাচন কমিশন) খালি এনসিপিকে শাপলা না দেওয়ার পেছনে না ছুটে, আপনারা নিজেদের নীতিমালাগুলো একটু সংশোধন করেন। যে নীতিমালাগুলো আপনাদের একটা স্ট্যান্ডার্ড নির্বাচন কমিশন হিসেবে দেশের সামনে তুলে ধরবে। আমরা স্পষ্টভাবে আমাদের জায়গা থেকে শাপলাই প্রতীক হিসেবে পাবো, আমরা সেটা বিশ্বাস করি। সেই প্রতীকে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা মনে করি।’সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী নগরীর অলোকার মোড়ের রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, ‘এনসিপির শাপলা প্রতীক পেতে আইনি কোনও বাধা নেই। আমরা সব ধরনের বাধা, আইন-কানুন বিবেচনা করে একটা টিম আমাদের এটার ওপরে দীর্ঘ সময় কাজ করার পরে...