সিলেট:দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর এবার বেসরকারিভাবে ছেড়ে দিয়েছে প্রশাসন। আগামী ছয় মাসের জন্য পর্যটনকেন্দ্রটি তিন কোটি টাকায় ইজারা দেওয়া হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া। তিনি বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করে পর্যটনকেন্দ্রটি ইজারা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বল্প সময়ের জন্য সাদাপাথর ইজারা দেওয়া হয়েছে। দরপত্র আহ্বান করা হলে ২৭টি সিডিউল বিক্রি হয়। এরমধ্যে সিডিউল দাখিল করেছেন সাত জন। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লিলু মিয়া ইজারা পেয়েছেন। তিনি তিন কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকার দরপত্র দিয়েছেন। যদিও সরকার নির্ধারিত মূল্য এক কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৩৭৩ টাকা ছিল বলে জানা গেছে। এতোদিন উপজেলা প্রশাসন স্থানীয় তহসিলদারের মাধ্যমে খাস কালেকশন করিয়েছে। ইউএনও...