দেশের সর্বাধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স আগামী ৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই মাইলফলক উদযাপনে প্রতিষ্ঠানটি দর্শকদের জন্য বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি একটি বিশেষ উপহার ঘোষণা করেছে। উপহার হিসেবে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, সকল শোতে, যেকোনো সিনেমার জন্য একটি টিকেট কিনলে আরেকটি টিকেট সম্পূর্ণ ফ্রি পাবেন দর্শকরা। প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দীর্ঘ পথচলায় একনিষ্ঠ সমর্থন ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০০৪ সালে দেশের প্রথম মাল্টিপ্লেক্স হিসেবে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। এটি সিনেমাপ্রেমীদের জন্য ছিল এক অভিনব সংযোজন। বিশ্বমানের সিনেমা হলের অভিজ্ঞতা এনে দেয় দর্শকদের জন্য। যখন নানা কারণে দর্শকরা হলবিমুখ হয়ে পড়েছিলেন, তখন নতুন আশার আলো হয়ে আসে স্টার সিনেপ্লেক্স। সুপরিসর...