নিজস্ব প্রতিবেদকঃআন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর হানি ট্র্যাপের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে সৎ ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করে আসা একজন পেশাদার গণমাধ্যমকর্মীকে এভাবে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলার ঘটনায় সুশীল সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাসুদ লস্কর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মরহুম মুকিম উদ্দিন লস্করের ছেলে। জানা যায়, একটি সুপরিকল্পিত প্রতারক চক্রের হানি ট্র্যাপের শিকার হয়ে তিনি বর্তমানে মারাত্মক মানসিক, পারিবারিক ও আর্থিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সাংবাদিক মাসুদ লস্কর অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ই সেপ্টেম্বর, পেশাগত কারণে সিলেটে অবস্থানকালে শাবানা চৌধুরী নামের এক নারীর অনুরোধে তার মায়ের চোখের অপারেশনের পর হাসপাতালে দেখতে যান। সেদিন রাত হয়ে যাওয়ায় এবং নিরাপদে ফেরার উপায় না থাকায়, শাবানার বড় ভাই কামরুজ্জামান...