০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারতের এক অটোচালক দাবি করেছেন, তিনি ৪ থেকে ৫ কোটি রুপির দুটি বাড়ির মালিক— আর এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। বিদেশি গণমাধ্যম জানায়, এক্স (টুইটার)-এ আকাশ আনন্দনি নামের এক ব্যবহারকারী পোস্ট করেন যে, বেঙ্গালুরুর এক রিকশাচালকের হাতে তিনি অ্যাপল ওয়াচ ও এয়ারপড দেখে কথোপকথন শুরু করেন। কথায় কথায় জানতে পারেন, ওই চালকের রয়েছে দুটি বাড়ি, যেগুলোর মূল্য প্রায় ৪–৫ কোটি রুপি। চালকের দাবি, ওই দুটি বাড়ি থেকে তিনি মাসে ২–৩ লাখ রুপি ভাড়া পান, পাশাপাশি একটি টেকনোলজি কোম্পানির শেয়ারেও বিনিয়োগ করেছেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্যে প্রশ্ন তোলেন, আকাশ কি গল্প বানাচ্ছেন? উত্তরে তিনি জানান, ‘না, সত্যিই আমি ওই অটোচালকের সঙ্গে কথা বলেছি। অ্যাপল ওয়াচ...