০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম না ফেরার দেশে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী অলরাউন্ডার বার্নার্ড জুলিয়েন। উত্তর ত্রিনিদাদের ভালসেইন শহরে ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল এই অলরাউন্ডারের। বাঁহাতি পেস, আক্রমণাত্মক ব্যাটিং আর প্রাণবন্ত ফিল্ডিং মিলিয়ে তিনি ছিলেন দারুণ এক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ২৪ টেস্ট ও ১২ ওয়ানডেতে খেলেছেন জুলিয়েন। ৫০ বছর আগে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন দুর্দান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিয়েছিলেন ২০ রানে ৪ উইকেট। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট পান তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৩৭ বলে ২৬ রানের ঝলমলে ইনিংস। সেই টুর্নামেন্টেই গড়ে উঠেছিল তার ‘অলরাউন্ড’ খ্যাতি।...