খেলাধুলা ডেস্কঃচোটের কারণে জাতীয় দলে ছিটকে গেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার রিস জেমস। তার জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ মিডফিল্ডার নিকো ও’রাইলি। গত শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে চেলসির অধিনায়ক রিস জেমস চোট পান এবং তা জাতীয় দলের খেলায় প্রভাব ফেলেছে। ম্যানচেস্টার সিটির একাডেমিতে তৈরি হওয়া ২০ বছর বয়সী ও’রাইলি গত বছর সিনিয়র দলে অভিষেক করেন। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৫ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। বয়সভিত্তিক ইংল্যান্ড দলে খেলেছেন, এবার টমাস টুখেলের অধীনে জাতীয় দলে নিজের ক্ষমতা প্রমাণ করার সুযোগ পেয়েছেন। ইংল্যান্ড আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।...