০৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম দেশটাকে লুটেপুটে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন দেশের সামগ্রিক অর্থনীতি ছিল অনেকটাই বিপর্যস্ত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতির আগে ব্যয় মেটাতে সরকার ঋণ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছিল। কিন্তু গত এক বছরেও রেমিট্যান্স ও রফতানি আয়ে কিছুটা অগ্রগতি ছাড়া বিপর্যয় সামাল দিতে পারেনি। যদিও গত দু’মাসে পোশাক খাতের রফতানি আয় পড়তির দিকে। পাশাপাশি নিয়ন্ত্রিত এলসির কারণে আগামী দিনে অর্থনীতি চাঙ্গা হবে এমন নিয়ামক মূলধনী যন্ত্রপাতি আমদানি নেই বললেই চলে। এই সময়ে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়েনি, বরং সময়োপযোগী সিদ্ধান্তের কারণে কমেছে। গত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে। এতে বেকার হয়েছেন এসব কারখানায়...