০৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৭ এএম হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় ব্যাটারি চালিত রিকসা ধাক্কায় আয়েশা বেগম(৮৫) নামেন এক পথচারী নিহত হয়েছেন। সোমবার(৬ অক্টোবর) রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত-আয়েশা বেগম উপজেলার সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্ধল গ্রামের মৃত.আলী হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান,পথচারী আয়েশা বেগম রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে ব্যাটারি চালিত রিকসা ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে সে মারাত্মকভাবে মাথায় পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রিকসা চালক রাজশাহী জেলার বাঘা থানার চুমাইদিয়ার কান্দিপুর গ্রামের জয়েন শেখের ছেলে মো.সুজন শেখ ও নিহত আয়েশা বেগমকে থানায় নিয়ে আসেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,আইনগত বিষয় প্রক্রিয়াধীন। নির্বাচনে জয়ী...