০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২৬ এএম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন শুধু একটি ভোট আয়োজন নয়, বরং একটি সুন্দর, নিরপেক্ষ এবং আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে চাই। নির্বাচন কমিশন একা নয়, সবার সহযোগিতা নিয়েই সামনে এগোতে চাই। এ ক্ষেত্রে মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা জরুরি। আমাদের আন্তরিকতার অভাব নেই, আমরা চাই আমাদের হয়ে আপনারা কাজ করবেন। আমরা কী করেছি, না করেছি এটা আপনারা প্রচার করুন। আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমরা বাকিটা পথ এগিয়ে যেতে চাই। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আলোচনা শুরু হয়। তারপর দ্বিতীয় ধাপে দুপুর ২.৩০ মিনিটে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও...