০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম গত সোমবার ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের সখিপুরের কামিলার চালার হাতিবান্ধায় অবস্থিত একটি রিসোর্টে গিয়েছিলাম। রিসোর্টে গমন এবং অবস্থান বর্ণনার জন্য কলম ধরিনি। তবে বিষয়টি উল্লেখ করলাম এজন্য যে, ঢাকা থেকে হাতিবান্ধা পর্যন্ত পৌঁছতে আমাদের ৩ ঘণ্টার স্থানে ৪ ঘণ্টা লেগে যায় রাস্তা খারাপ হওয়ার জন্য। এই সমগ্র রাস্তাজুড়ে দেখলাম ইলেকশনের হাওয়া। ঢাকা মহানগরীতো বটেই, হাতিবান্ধা পর্যন্ত সমগ্র রাস্তা পোস্টারে ছেয়ে গেছে। সবগুলো পোস্টারেই মোটামুটি একই কথা। অমুক ভাইকে নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই। সব পোস্টারের ভাষাই মোটামুটি এক। পোস্টারের মাথায় ৩টি ছবি। আর নিচে এমপি হওয়ার বাসনা পোষণকারীর বড় ছবি। যে বিষয়টি আমাকে অবাক করেছে সেটি হলো, ঢাকা থেকে কালিয়াকৈর, গাজীপুর, গোড়াই, সখিপুরÑ সর্বত্র একটি মাত্র দলের পোস্টার। সেটি...