০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চীনের তরুণদের মধ্যে দাঁতে ট্যাটু করানোর প্রবণতা দ্রুত বাড়ছে, যা নিয়ে দন্ত চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। শরীরের হাত, ঘাড় বা পিঠে ট্যাটু করা এখন পুরনো ফ্যাশন হয়ে পড়েছে। নতুন প্রজন্ম এখন দাঁতে ট্যাটু করাকেই ট্রেন্ড হিসেবে নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এসব ট্যাটু আসল দাঁতে নয়— বরং থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে তৈরি ডেন্টাল ক্রাউন বা ‘টুথ ক্যাপ’-এর ওপর করা হয়। পরে সেই ক্যাপটি দাঁতের ওপর বসানো হয়। এয়ারোস্পেস মেটেরিয়াল দিয়ে তৈরি এ কাস্টমাইজড ক্রাউনগুলোর দাম প্রায় ২ হাজার ইউয়ান (প্রায় ২৮০ ডলার)। চীনের তরুণরা এসব ক্রাউনে রোমান্টিক চিহ্ন, প্রিয়জনের নাম, লাকি নাম্বার বা মোটিভেশনাল শব্দ খোদাই করাচ্ছেন। তবে দন্ত চিকিৎসকরা সতর্ক করেছেন, দাঁতের এই ট্যাটু আসলে দাঁতের ক্ষতি করতে পারে।...