০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দেশের রাজনীতিতে তারেক রহমান এখন হার্টথ্রব। দেশের তরুণ-তরুণীরা তো বটেই দেশের সর্বস্তরের মানুষের আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরে ধরে বিদেশে অথচ রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন অতি কাছের মানুষ। ঢাকাতে বসবাস করে রাজনীতিকরা যখন গ্রামের মানুষের খোঁজ রাখতে পারতেন না তখন হাজার হাজার মাইল দূরে ল-নে থেকেই তিনি অনায়াসে গ্রামের মানুষের কাছে পৌঁছে যেতেন। যখন-তখন তিনি টেলিফোনে এবং ভার্চ্যুয়ালি শহর-গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন, সুখ-দুঃখের খোঁজখবর নেন। বর্তমানে দেশের রাজনীতি ডান-বাম-মধ্যপন্থী নানা শ্রোতে বিভক্ত। এর মধ্যে প্রগতিশীল নামের অতিবাম ও কট্টর ইসলামপন্থী নামের অতি ডানপন্থীরা সব সময় মুখোমুখি; কেউ কাউকে বোঝেন না, মানেন না। অথচ...