০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বঙ্গোপসাগর, নাফ নদ ও পাহাড়ের সৌন্দর্যে ঘেরা কক্সবাজারের টেকনাফে এখন বড় আতঙ্কের নাম মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য। কিছুদিন আগেও এখানকার বাসিন্দারা মিয়ানমারে যুদ্ধের কারণে গোলাবারুদের বিস্ফোরণজনিত আতঙ্কে থাকত। এখন এর চেয়ে বড় আতঙ্কের নাম এই মানবপাচার, অপহরণ-মুক্তিপণ। দিন-দিন এ ধরনের ঘটনা বেড়ে চললেও কোনো স্থায়ী সমাধান এখনো মিলছে না। জানা যায়, বর্তমানে এখানকার মানুষের দিন কাটছে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের ভয়ে। গেল এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অপহরণের শিকার হয়েছেন সাড়ে তিনশো জনের কাছাকাছি। আর পাচার হয়েছেন অন্তত সাত শতাধিক মানুষ। আর টেকনাফ থানায় গেলো ছয় মাসে অপহরণ ও মানবপাচার বিষয়ক মামলা হয়েছে প্রায় ৪০এর অধিক। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এসব পাচারকার্যে জড়িত স্থানীয় কিছু দালালচক্র।...