ইংল্যান্ড থেকে সোমবার দেশে এসেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন হামজা চৌধুরী অবশেষে পূর্ণতা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা চৌধুরী। আজ আরেক তারকা সামিত সোম ক্যাম্পে যোগ দেবেন। লক্ষ্য একটাই, বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাই ফুটবলে হংকং চায়নার বিরুদ্ধে জয় পাওয়া।গত ৩০ সেপ্টেম্বর থেকে কোচ জ্যাভিয়ের ক্যাবরেরা দলকে অনুশীলন করাচ্ছেন। তবে এতদিন ক্যাম্পে তেমন প্রাণ ছিল না। এক সপ্তাহ পর হামজা ফেরায় অনুশীলনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ দলকে বেশ ফুরফুরে দেখা যাচ্ছে। দলের সেরা তারকাকে নিয়ে অনুশীলন করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন কোচ ক্যাবরেরাও। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকায় পা রাখেন হামজা। ইংল্যান্ড থেকে ১২-১৩ ঘণ্টার লম্বা ভ্রমণ। তবে এসব হামাজাকে ক্লান্তিতে...