ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, “আবরার ফাহাদ আমাদের জাতীয়বাদী চেতনার একটি অংশ। বাংলাদেশি মানুষের যে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা সে চেতনার একটি স্ফুলিঙ্গ বলা যায়। যতদিন আমাদের বাংলাদেশ থাকবে ততদিনে আমরা আবরার ফাহাদকে স্মরণ করবো। বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে আমাদের যে চেতনা সে চেতনায় সে একজন আদর্শ। আমাদের রাষ্ট্রীয় চেতনা রক্ষায় আবরার ফাহাদকে আমরা আদর্শিক নেতা হিসেবে মনে রাখতে পারি। আবরার ফাহাদ একা ছিল না। এদেশের মাটিতে আমি মনে করি যাদের মধ্যে দেশপ্রেম তারা একেকজন আবরার ফাহাদ।” জেলা যুবদলের সাবেক সভাপতি মানিক আরো বলেন, “যে সমস্ত চুক্তিগুলো আমাদের ভারতের সাথে হয়েছে বিগত সরকারের আমলে এ চুক্তিগুলো এখন পুনঃমূল্যায়নের সময় এসেছে। এখানে যদি কোন চুক্তি আমরা যদি মনে করি, জনগণ যদি মনে করে কোথাও আমাদের রাষ্ট্রের স্বার্থ বিঘ্নিত হয়েছে...