০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে জাল সনদে চাকরি নেয়ার অভিযোগে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। গত রোববার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় তাকে স্থায়ী বহিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের এই নেত্রী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার ডিউ ২০১২ সালের ১৮ অক্টোবর কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগ পেতে তিনি দারুল ইহসান নামে একটি কথিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য থেকে...