ব্যাটারিচালিত রিক্সাই এখন রাজধানীর সবচেয়ে বড় অভিশাপ ব্যাটারিচালিত রিক্সাই এখন রাজধানীর সবচেয়ে বড় অভিশাপ। নগরবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে এই ত্রিচক্র যান। একের পর এক দুর্ঘটনা ও সর্বনাশা ঘটলেও তাদের না আনা যাচ্ছে নিয়ন্ত্রণে না করা যাচেছ উচ্ছেদ। যানজটেরও অন্যতম কারণ এই অদ্ভুত যান। পৃথিবীর কোনো রাজধানীতে এসব চলার নজির না থাকলেও ব্যতিক্রম শুধু ঢাকা। এখানে বিশাল বিশাল এভিনিউয়ে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত রিক্সার দরুন নগরবাসীর জীবন অতিষ্ঠ। বিশেষ করে গত এক বছরে যেন ওদের স্বেচ্ছাচারিতার কারণে পুলিশও অসহায় হয়ে পড়ে। যে কারণে বারবার এই যানগুলোকে রাজধানীতে নিষিদ্ধ বা চলাচলে বাধা দেওয়ার দাবি উঠলেও শুধু মানবিকতার দরুন ওদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেনি। বছর দুয়েক আগেও রাজধানীর অনেক সড়কে এসব যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করলেও ওদের অবরোধের দরুন প্রশাসন পিছু হটে।...