যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের নিচে মিলেছে অনেক বছরের পুরানো গুপ্তধন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের নিচে মিলেছে অনেক বছরের পুরানো গুপ্তধন। একদল ডুবুরি ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকা থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে। ১৭১৫ সালে এসব জায়গা থেকে গুপ্তধন বোঝাই করে স্পেনে যাওয়ার পথে ঝড়ে ডুবে যায় ১১টি জাহাজ। সেই সঙ্গে সাগরের নিচে চাপা পড়ে এসব সম্পদ।গুপ্তধন উদ্ধারের প্রতিষ্ঠান কুইন জুয়েলস জানিয়েছে, তাদের ডুবুরিরা বিশেষ ধাতু শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করে খুব...