ক্যান্টনমেন্ট থানা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী কোটি টাকা চাঁদা না পেয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে জমির মালিক মোহাম্মদ আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ আলী। তিনি বলেন, “সম্পত্তির মালিক হিসেবে আমি শান্তিপূর্ণভাবে দীর্ঘ ৪০ বছর ধরে দখলে আছি। সরকারি সমস্ত খাজনা, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স ও বিদ্যুৎ বিল পরিশোধ করে বসবাস করছি। কিন্তু গত কয়েক মাস যাবৎ জনৈক লিয়াকত আলী আমার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। আর্থিক কারণে তা দেওয়া সম্ভব হয়নি, এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।” ভুক্তভোগী আরও জানান, “গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে লিয়াকতের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র...