বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নিয়ে নাটকীয়তা কম হয়নি। নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে আরও পাঁচজন নির্বাচন বর্জন করলে সবমিলিয়ে ২১জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সরে দাঁড়ানো সংগঠকদের সঙ্গে নিয়েই কাজ করতে চান। প্রয়োজনে তিনি নিজেই যাবেন তাদের কাছে। সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান এমন। জানিয়েছেন, গঠনতন্ত্র ও বিধিমালা মেনেই তারা নির্বাচন করেছেন। তবে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। বলেছেন, ‘প্রথমেই সোজাসাপ্টা একটা স্টেটমেন্ট দিতে চাই, আমরা সবাই একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে কারা...