সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে নতুন জাতীয় বেতন কাঠামো। এক দশক পর আবারও পে-স্কেল সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। আগামী ছয় মাসের মধ্যে তারা এ সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ জমা দেবে। ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে সাধারণ নাগরিকদের মতামত নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত নতুন পে-স্কেল নিয়ে মতামত জানানো যাবে। এরপর শুরু হবে বিভিন্ন দফতর, পেশাজীবী ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়। কমিশনের এক সদস্য জানিয়েছেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এবার বেতন কাঠামো নির্ধারণ করা হবে সম্পূর্ণ নতুনভাবে। এতে ১ম থেকে ২০তম গ্রেডের কাঠামো ভেঙে পুনর্বিন্যাসের চিন্তাও চলছে। বর্তমানে যে ১:১২, ১:১০ ও ১:৮ অনুপাত নিয়ে আলোচনা চলছে, সেগুলোর মধ্য থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, নতুন কাঠামোয় মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা হয়,...