০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কানাডার ইউটিউবার জন ফার্গুসন বিশ্বের সবচেয়ে খাটো উইং ওয়াকার হিসেবে রেকর্ড গড়েছেন। ২৭ বছর বয়সী জন, যিনি অ্যাকনড্রোপ্লাজিয়া ডোয়ারফিজমে ভুগছেন, প্রমাণ করেছেন— ভিন্নতা থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ সম্ভব।তিনি ব্রিটেনের প্রবল বর্ষণের মধ্যে একটি উড়োজাহাজের ডানায় দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছেন। ঘণ্টায় ১০০ মাইল বেগে আকাশে ওড়ার সময় তার উচ্চতা ছিল ১.২৪ মিটার (৪ ফুট ১.১২ ইঞ্চি), যা তাকে বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ উইং ওয়াকার বানিয়েছে। এর আগে ২০১০ সাল থেকে এ রেকর্ড ছিল ব্রিটিশ নাগরিক ক্যারন শাহ-এর দখলে, যার উচ্চতা ছিল ১.২৬৩ মিটার। জন বলেন, ‘এটি আমার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আকাশে এত উঁচুতে থাকা ছিল দারুণ এক অনুভূতি। জীবনে মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু করা দরকার, যাতে আমরা জীবনের মূল্য...