০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম চব্বিশের মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। তাকে প্ররোচিত করা হয়েছে। এমন দাবি করেছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মতুর্জা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তদন্ত কর্মকর্তা প্রধান তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরাকালে তিনি এ দাবি করেন। আলমগীর এ মামলায় ৫৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পরে তাকে জেরার মুখোমুখি হতে হয়।জেরাকালে সাক্ষীর উদ্দেশে আমির হোসেন বলেন, আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাননি। বরং আমার মক্কেল শেখ হাসিনা ও কামালকে ফাঁসাতে আপনি ও তদন্ত সংস্থার অন্য...