০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল ও তীব্র বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বেড়ে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। নদীর ডিমলার ডালিয়া পয়েন্টে গতকাল সকাল ৬টায় পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় তা কমে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে নেমে আসে। তিস্তার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে পানি বিপদসীমার ১০ থেকে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়। গত দুই দিনে এলাকায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। পানির উচ্চতার কারণে নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার পরিবার বন্যার পানিতে ভেসে...