০৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পৃথক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ দিতে পারবে ইসি। যার নাম হবে ‘নির্বাচন কমিশন সার্ভিস’। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট ও স্থানীয় সরকার নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। গত রোববার নির্বাচন কমিশন সচিবালয় আইন-২০০৯ সংশোধন করে এমন বিধানের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে ১৮ সেপ্টেম্বর এই আইন সংশোধনে ইসি’র দেওয়া ওই প্রস্তাব অনুমোদন করে সরকার। নতুন অধ্যাদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি সার্ভিস থাকবে। এ ছাড়া আইনটির ৪ নম্বর ধারায় সংশোধন এনে কমিশনের দায়িত্ব ও কার্যাবলী আরও বিস্তৃত করা হয়েছে। সংশোধিত ধারায় কমিশনের সহায়তার জন্য ১৪টি নির্দিষ্ট দায়িত্ব উল্লেখ...