০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম উজান থেকে নেমে আসা ঢলে ভূরুঙ্গামারীর কালজানি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় ভারতের অভ্যন্তর থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের বন হতে পানির স্রোতে এসব গাছ ভেসে আসছে। কাটা গাছের গুড়ির সাথে শেকড়সহ ওপড়ে আসা গাছও পাওয়া যাচ্ছে। গত রোববার বিকেল থেকে বাংলাদেশের অভ্যন্তরে কালজানি নদী থেকে নৌকা ও দড়ি বেঁধে এসব গাছ নদী থেকে উদ্ধার করছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন।বাংলাদেশের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা, শালঝোড় এলাকায় কালজানি নদীর পাড় থেকে এসব তুলছেন স্থানীয়রা।ঘাটিয়াল আবু সাইদ জানান, রোববার বিকেল ৩টার দিক থেকে গাছগুলো আসা শুরু হয়েছে। গতকাল সোমবার ও ভেসে আসছে গাছ।...