০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম রাজশাহীতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই মনে করছেন। তিনি বলেন, দেশের জনগণ উপদেষ্টা পরিষদের ওপর নয়, তাদের আস্থার ওপর ভর করেছিল। গতকাল বিকেলে নগরীর চেম্বার অব কমার্স ভবন অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কিছু উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে নিরাপদভাবে দায়িত্ব ত্যাগের চেষ্টা করছেন। তিনি বলেন, তাদের উচিত এই চিন্তা না করা। নির্বাচনের মধ্য দিয়ে চুপি চুপি দায়িত্ব ত্যাগ সম্মানের নয়। তিনি আরও মন্তব্য করেন, উপদেষ্টাদের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সারজিস আলম বলেন, ফেব্রুয়ারীর মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থান জড়িতদের বিচারের রায় আসলে নির্ধারিত সময়ে...