০৭ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম জনতা ব্যাংকের ৪০০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় মেসার্স আলী পেপার মিলস লিমিটেডের মালিক মো. শহিদুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন। অপর দুই আসামি হলেন, প্রতিষ্ঠানটির পরিচালক মো. শাহিনুল ইসলাম ও মো. তুহিনুল ইসলাম। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জনতা ব্যাংকেরঋণ পরিশোধ না করায় আলী পেপার মিলস লিমিটেডের মালিকসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের নথি সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ডিক্রি থেকে এই জারির মামলা করা হয়৷ আসামিদের বিরুদ্ধে ১৪২ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার...