০৭ অক্টোবর ২০২৫, ১২:১১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:১১ এএম জুলাই আন্দোলন কেন্দ্র করে আদাবর থানাধীন এলাকায় গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা’র আদালত এই আদেশ দেন।এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম। মোজাম্মেল হকের পক্ষের আইনজীবী লিটন মিয়া জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মূল নথি পাওয়ার পর জামিনের শুনানি হবে। গত ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...